রাজনগরে দাসপুর পুলিশের বিশেষ অভিযান,গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল:   দাসপুর থানার রাজনগর ব্রিজের পাশে দীর্ঘ দিনের চোলাইয়ের ঠেক। এই ঠেক থেকেই স্কুল পড়ুয়া থেকে যাতায়াতে গৃহবধূদেরকে টিজ করে মদ্যম ব্যক্তিরা,অভিযোগ বহুদিনের। আজ রবিবারের সন্ধ্যে থেকেই দাসপুর পুলিশ এই ঠেক উচ্ছেদে বিশেষ অভিযান চালায়। দাসপুর পুলিশ চোলাই সহ হাতেনাতে ধরে এক চোলাই ব্যবসায়ীকে। স্থানীয় বাসিন্দা থেকে দোকানদার, দাসপুর পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এক দোকানদার জানালেন মাঝে মধ্যে স্কুলের ছাত্রীরা ওই রাস্তা পেরোতে গিয়ে মদ্যপদের তাড়া খেয়ে দোকানে ছুটে আসে। অপর এক বাসিন্দা সঞ্জয় গায়েন বলেন, সামনে নদী, এলাকার মহিলারা নদীর ঘাট ব্যবহার করতে পর্যন্ত পারেননা। সারা রাস্তা জুড়ে রমরমিয়ে চোলাই ব্যবসা। ভ্রুক্ষেপ নেই স্থানীয় প্রশাসনের। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী সন্দীপন ঘোষ জানালেন এই চোলাইয়ের ঠেক উচ্ছেদে তাঁরা অনেকবার দাসপুর পুলিশ ও স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। অবশেষে দাসপুর পুলিশ তাঁদের ডাকে সাড়া দিয়ে আজ এই চোলাই উচ্ছেদে তৎপর। তবে এই ঠেক পুরোপুরি ভাঙতে লাগাতার অভিযান চালাতে হবে। স্থানীয় বাসিন্দা ও শিক্ষক সুশীল মাইতি জানান,রাজনগরের মতো গ্রামে প্রকাশ্যে রমরমিয়ে চোলাই ব্যাবসা এবং সেই চোলাইয়ের ঠেক থেকে মহিলাদের নানান ভাবে টিজ সত্যিই লজ্জা জনক ঘটনা। তবে দাসপুর পুলিশ আজ যে অভিযান চালাল তা সত্যিই এই ঠেক উচ্ছেদে এবং গ্রামের সুষ্ঠু পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।