এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মনশুকা থেকে চোলাই মদ সহ পুলিশের হাতে আটক ২

Published on: October 19, 2021 । 9:13 AM

মনসারাম কর: এলাকায় দীর্ঘদিন ধরে চোলাই মদের রমরমা ব্যবসা। বারে বারে অভিযান চালিয়েও চোলাই ব্যবসা বন্ধ করা যায়নি। নেশার শিকার এলাকার বড় সংখ্যার মানুষ। যুব সমাজের একটি অংশও দৈনন্দিন নেশাগ্রস্ত। এলাকায় বাড়ছে সংসারিক অশান্তি, অতিষ্ট অনেক গৃহবধূ। অবশেষে গত রাতে মনশুকা খড়কপুরের মহিলাদের একটি টিম একজোট হয়ে চোলাই এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলেন এলাকায়। প্রমীলা বাহিনী চড়াও হয় চোলাই ব্যবসায়ীকদের উপর। ঘাটাল থানার পুলিশের কাছে এই খবর যেতেই ঘটনাস্থলে যান পুলিশ। চোলাই সহ মনশুকা বেরার ঘাট থেকে ২ জনকে আটক করে ঘাটাল থানার পুলিশ। প্রমীলা বাহিনীর রমা মাইতি, তনুশ্রী সামন্ত সহ অন্যান্যরা জানান এলাকায় চোলাই মদ বিক্রি বন্ধ না হলে দৈনন্দিন তাঁরা এভাবেই সরব হবেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।