এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ভেঙে পড়ল বসতবাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়ির সদস্যরা

Published on: October 1, 2021 । 3:01 PM

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: গতরাতে দাসপুর থানার শ্যামসুন্দরপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি দোতলা মাটির বসতবাড়ি। অল্পের জন্য রেহাই পেলেন বাড়ির বাসিন্দারা। আগে থেকেই বিপদের আঁচ পেয়ে বাড়ির লোকেরা অন্যত্র সরে পড়াতে বিপদ কিছুটা এড়ানো গেছে। তবে বাড়ির মালিক শেখ হোসেন আলী ও ভাই শেখ জহর আলী সহ বাড়ির মোট ১২ জন সদস্য নিরাপদে বেরিয়ে আসতে পারলেও ভগ্নস্তূপে একটি গবাদি পশু আটকে আছে বলে জানা গেছে। প্রতিবেশীরা সাথে সাথে উদ্ধারকার্যে হাত লাগালেও খবর পেয়েই দাসপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। ঘটনার পরিদর্শনে গেছেন মহকুমাশাসক সুমন বিশ্বাসও। গত তিন চারদিনের প্রবল বর্ষনের ফলেই ওই বাড়িটি ধসে পড়েছে বলে মনে করা হচ্ছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।