দাসপুরে রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প ও বস্ত্র বিতরণ

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে রোটারি ক্লাব,গার্ডেন রিচ কলকাতার সহযোগিতায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আজ ২৬ সেপ্টেম্বর ক্যাম্পটি করা হয়। রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক প্রদীপ দাস ও প্রসেনজিৎ সেনগুপ্ত বলেন, আজকের ক্যাম্পে বহু দুঃস্থ মানুষদের চিকিৎসা করা হয়। বিভিন্ন রোগের বিশেষজ্ঞদের দ্বারা মানুষের চিকিৎসার ব্যবস্থা করা হয় ক্যাম্পে। এছাড়াও মহিলা ও পুরুষদের বস্ত্র বিতরণ করা হয়, স্কুলের ছাত্রছাত্রীদের বই-খাতা, নতুন জামা দেওয়া হয়। সেবাশ্রমের প্রসাদও বিতরণ করা হয়। প্রায় ২০০ জন রোগীর চিকিৎসা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় তাঁদের। প্রায় ৯০ জন মহিলাকে শাড়ি, ৬০ জন ছাত্রছাত্রীকে বই খাতা,জামা দেওয়া হয় বলে সেবাশ্রমের পক্ষ থেকে জানা গিয়েছে।

জানা গিয়েছে, প্রতিবছরই এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয় রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে। কিন্ত গত বছর কোভিড পরিস্থিতির কারণে এই কর্মসূচি বন্ধ ছিল। এই ধরনের কাজ করতে পেরে সেবাশ্রমের সদস্যরাও খুব খুশি।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।