ঘাটালের বানভাসি এলাকার মানুষদের জন্য স্বাস্থ্য শিবির ভারত সেবাশ্রম সংঘের

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালের বন্যা কবলিত এলাকার মানুষের স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। আজ ২১ সেপ্টেম্বর ঘাটালের শিলা রাজনগর এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। ভারত সেবাশ্রম সংঘের ভলান্টিয়ার লিডার গণেশচন্দ্র মান্না বলেন, টানা বৃষ্টির ফলে মহকুমার বিভিন্ন এলাকা বন্যা প্লাবিত হয়েছিল। বন্যার জল কমতেই ওই সমস্ত এলাকার মানুষদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ আমাদের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির করা হয়। আজ প্রায় ৪৮০ জন মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ভারত সেবাশ্রমের সঙ্গে যুক্ত তিনজন ডাক্তার ক্যাম্পে উপস্থিত থেকে স্বাস্থ্য পরীক্ষা করেন। এর সাথেই শুকনো খাবার, পানীয় জল ও ত্রিপল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ওই এলাকার মানুষদের। আজ থেকে আমাদের ক্যাম্পটি চালু হয়েছে। এইভাবে আগামী পাঁচদিন ঘাটালের বিভিন্ন বন্যা প্লাবিত এলাকায় আমরা ক্যাম্প করে মানুষের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করবো।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015