তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পরিবারের সদস্য সুনীল অধিকারী ছিলেন ফ্রন্ট লাইনার করোনা যোদ্ধা, দাসপুর গ্রামীণ হাসপাতালের অপথ্যালমোলজিস্ট ছিলেন তিনি। ঠিক একবছর আগে ২০২০ সালের ২০সেপ্টেম্বর তথা আজকের দিনে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন দাসপুর থানরা ইসবপুরের বাসিন্দা সুনীলবাবু। বেঁচে থাকতে সুনীলবাবু বিনামূল্যে মানুষের চোখের চিকিৎসা করতেন, বিভিন্ন সমাজসেবামূলক কাজে জড়িয়ে রাখতেন নিজেকে। এবং সুনীলবাবুর পরিবার এখনও দাসপুরের বৃহত্তম একান্নবর্তী পরিবার। পরিবারের সদস্যদের প্রতি একনিষ্ঠ দায়িত্ব এবং কর্তব্য পালনের ক্ষেত্রে কর্তব্যপরায়ণ এই সদস্যকে মুহুর্তের জন্য ভুলতে পারেননি তাঁর পরিবারের লোকজন। তাই আজ তার প্রথম মৃত্যুবার্ষিকীকে পরিবারের তরফে রক্তদান শিবির, চক্ষুপরীক্ষা শিবির এবং স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল ইসবপুর মাড়তলা তথা সুনীলবাবুর উঠোন প্রাঙ্গনে। আজ ৫০জন রক্তদাতা রক্তদান করেছেন এই শিবিরে, ২০০ জন চোখ পরীক্ষা করেছেন, ৫০ জনকে বিনা খরচে চশমা দেওয়া হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা করেছেন ৫০জন বলে জানিয়েছেন সুনীলবাবুর পুত্র সৈকত অধিকারী। •সুনীলবাবুদের পরিবারই দাসপুর থানার বৃহত্তম একান্নবর্তী পরিবার। ওই একান্নবর্তী পরিবারের ভিডিওটি পাশের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। https://www.youtube.com/watch?v=mSinIE0d40M&ab_channel=SthaniyaSambad