এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় গণেশ পুজো উপলক্ষে রক্তদান শিবির

Published on: September 18, 2021 । 5:05 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: চন্দ্রকোণা পৌরসভার উদ্বোধন ক্লাবের উদ্যোগে গণেশ পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজ ১৮ সেপ্টেম্বর ওই পুরসভার গাছ শীতলা মন্দির সংলগ্ন এলাকায় রক্তদান শিবিরটির আয়োজন করা হয় বলে জানা যায়। ক্লাবের সভাপতি গণেশ বাগ বলেন, আমাদের আজকের আয়োজিত রক্তদান শিবিরে মোট ৭০ জন রক্তদাতা রক্তদান করেছেন। যাঁদের মধ্যে আটজন মহিলাও ছিলেন। শিবিরে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, চন্দ্রকোণা পৌরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন বিলু মান্না, প্রশাসনিক বোর্ডের সদস্য গোবিন্দ দাস ও সৌরভ চক্রবর্তী প্রমুখ।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015