এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল গড়প্রতাপনগরে চক্ষু পরীক্ষা শিবির

Published on: August 31, 2021 । 8:26 PM

আশিস দে, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল লায়ন্স ক্লাবের চক্ষু হাসপাতালের উদ্যোগে আজ ৩১ আগস্ট ২০২১  ঘাটাল শহররে গড়প্রতাপনগরে ‘ঘাটাল রেড সান ক্লাব’-এর পরিচালনায় বিন্যা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে আজ প্রায় ১৫০ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয় বলে ক্লাব সূত্রে জানানো হয়েছে। আজকের শিবিরে চক্ষু পরীক্ষা করেছেন ডাঃ আলোক মান্না।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]