নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল মহকুমার অধিবাসীদের জন্য অনলাইন ড্রাইভিং লাইসেন্স পরিষেবা চালু করা হয়েছে অনেকদিন আগেই। এই পরিষেবায় আপনি বাড়িতে বসেই লার্নার ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য https://parivahan.gov.in/parivahan/ ক্লিক করুন এবং এই ওয়েবসাইটের sarathi পোর্টালে অনলাইন ফর্ম ফিলআপ করুন অথবা আপনি এই লিঙ্কে গিয়েও আবেদন করতে পারবেন:- https://sarathi.parivahan.gov.in/sarathiservice/stateSelection.do
ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, অনলাইনে আবেদন পত্র পূরণ করার পর আপনি আপনার ভোটার পরিচয়পত্র, আধারকার্ড, মেডিক্যাল ফিট সার্টিফিকেট, ফর্ম-১ স্ক্যান করে আপলোড করবেন। সমস্ত নথি আপলোড করার পরই আপনার ফর্ম ফিলআপ সম্পূর্ণ হবে। এর পর আপনাকে ফি জমা করতে হবে। অনলাইনেই ফি জমা করা যায়। ফি জমা করার পর আপনি আপনার পছন্দমত তারিখ ঠিক করে নিতে পারবেন অনলাইন লার্নার টেষ্ট দেওয়ার জন্য। অনলাইন লার্নার টেষ্ট দেওয়ার ঠিক আগেই আপনার বায়োমেট্রিক ছবি ও সিগনেচার সংগ্রহ করা হবে উক্ত অফিস থেকে, এই কাজটি সাধারণত আপনার পরীক্ষা দেওয়ার তারিখে করা হয়ে থাকে। লার্নার টেস্টে ১০ টি মাল্টিপল চয়েজ প্রশ্ন কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠবে। আপনাকে মাউস ক্লিক করে সঠিক উত্তরে ক্লিক করতে হবে। ১০ টির মধ্যে ৬ টি প্রশ্নের সঠিক উত্তর দিলে তবেই আপনি পাস করবেন। ফেল করলে আবার ফি দিয়ে তবে পরীক্ষায় বসা যাবে।
পরিবহণ দপ্তর সূত্রে জানানো হয়েছে, পরীক্ষায় মূলত ট্রাফিক সিগনাল ও সেফ ড্রাইভের উপর প্রশ্ন থাকে। তাই ভাল করে ট্রাফিক সিগনাল গুলি পড়ে আসবেন। এই লিঙ্কে গেলে রাজ্য পরিবহণ দপ্তর থেকে প্রকাশিত ড্রাইভারস ট্রেনিং ম্যানুয়াল ডাউনলোড করতে পারবেন: [i] 👆ইংরেজি মাধ্যমের বই [ii] 👆বাংলা মাধ্যমের বই আপনাকে লার্নার টেষ্টে পাস করতে সাহায্য করবে। কোনও রকম প্রশ্ন থাকলে ঘাটাল ARTO অফিস বা ঘাটাল মহকুমা শাসকের অফিসে মোটর ভেহিকেল সেকশনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। মহকুমা শাসক বলেন, সেখানে কেউ অসহযোগিতা করলে সরাসরি আমার কাছে অভিযোগ করুন। আমার অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপ (8348691724 )করে বা SMS করে অভিযোগ জানাতে পারেন বা sdoghatalgen@gmail.com এ অভিযোগ করুন।
মহকুমা শাসক জানান, বাইকের লাইসেন্সের জন্য লার্নারের ফি মাত্র ২৪০ টাকা এবং ফাইনালের জন্য ৫৪০ টাকা লাগে। এর বাইরে কোনও টাকা পয়সা লাগে না। কেউ চাইলে সরাসরি অভিযোগ করুন। নিজে আবেদন করুন আপনার মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারে বসে আবেদন করতে পারবেন। ইউটিউবে দেখেও নিজে নিজে আবেদন করতে পারবেন। নিজেদের বোঝার জন্য একটি ভিডিও লিঙ্ক দেওয়া হল https://www.youtube.com/watch?v=kvPTEivhh1c এরকম অনেক ভিডিও রয়েছে ইউটিউবে। মহকুমা শাসক জানিয়েছেন, নিজের আবেদন নিজে করুন। অফিসে কোনও সমস্যা হলে মহকুমা শাসকের সাথে যোগাযোগ করুন।
Home এই মুহূর্তে ড্রাইভিং লাইসেন্সের জন্য বাড়িতে বসেই আবেদন করুন, অতিরিক্ত টাকা লাগলে আমাকে জানান:...