এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমার পাঁচটি পুরসভাতেই রদবদল

Published on: August 17, 2021 । 2:29 PM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: ২০২০ সালের মে মাসে ঘাটাল মহকুমার পাঁচ পুরসভার মেয়াদ শেষ হয়েছে। করোনা জনিত কারণে নির্বাচন করা সম্ভব হয়নি। তাই পুরসভার স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করার জন্য গত কাল ১৬ আগস্ট  রাজ্যের নগর উন্নয়ন ও পুরসভা বিষয়ক দপ্তর থেকে প্রত্যেক পুরসভা পরিচালনা করার জন্য একটি নামের তালিকা পাঠানো হয়েছে। যে তালিকায় ২০১৫ সালের

পুরনির্বাচনে কাউন্সিলার হয়ননি এমন অনেক ব্যক্তিকে পুরসভা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘাটাল পুরসভা: মোট পাঁচজনকে নিয়ে প্রশাসনিক বোর্ড করা হয়েছে। ওই পাঁচ জন হলেন বিভাসচন্দ্র ঘোষ, অজিত দে, উদয়শঙ্কর সিংহরায়, মৃদুলা দত্ত এবং কার্তিকচন্দ্র খাড়া। চেয়ার পার্সন করা হয়েছে বিভাসচন্দ্র ঘোষকে এবং ভাইস চেয়ারপার্সন করা হয়েছে অজিত দে’কে। খড়ার পুরসভা:মোট ছ’জন নিয়ে বোর্ড। অরূপ রায়(চয়ারপার্সন), করবী সামন্ত(ভাইস চেয়ারপার্সন),ছন্দা বন্দ্যোপাধ্যায়(সদস্য), চণ্ডীচরণ ঘোষ(সদস্য), মুনমুন মুখোপাধ্যায়(সদস্য), অভিজিৎ কোলা(সদস্য)। চন্দ্রকোণা পুরসভা: পাঁচ জনের কমিটিতে রয়েছেন বিলু মান্না(চেয়ারপার্সন),প্রতিমা পাত্র(ভাইস চেয়ারপার্সন), অশোক পালধী(সদস্য), গোবিন্দ দাস(সদস্য) এবং সৌরভ চক্রবর্তী(সদস্য)। ক্ষীরপাই পুরসভা: বোর্ডের সদস্য চারজন। বীরেশ্বর পাহাড়ী(চেয়ারপার্সন), চৈতালি মণ্ডল(ভাইস চেয়ারপার্সন), মিতালী মুর্মু(সদস্য) এবং সুজয় পাত্র(সদস্য)। রামজীবনপুর পুরসভা: চার জনের বোর্ড। নির্মল চৌধুরী(চেয়ারপার্সন), সুকুমার বাগ(ভাইস চেয়ারপার্সন), উত্তমকুমার চৌধুরী এবং কল্যাণ (রানা) তেওয়ারি(সদস্য)।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad