সোনাখালিতে রক্তদান শিবির

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: ফুটবল প্রেমী দিবসে সোনাখালি মৈত্রী সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। করোনা পরিস্থিতিতে রক্তের সংকট দেখা দিয়েছিল সেই চাহিদা পূরণের লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আজ। ক্লাব সূত্রে জানা যায়, আজকের রক্তদান শিবিরে ৪২ জন মহিলা সহ মোট ১০৭ জন রক্তদান করলেন। রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করেছেন মেদিনীপুর ব্ল্যাড ব্যাঙ্ক।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/