আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: কেউ দিনমজুর কেউ বা সবজি বিক্রেতা, তিল তিল করে স্টেট ব্যাংকের সিএসপি তথা কাস্টোমার সার্ভিস পয়েন্টে জমিয়েছিলেন টাকা। আর সেই সিএসপিতে টাকা রেখে প্রতারণার শিকার হলেন ঘাটাল ও দাসপুর থানার কয়েক শ গ্রাহক। এর ফলে চরম বিপাকে গ্রাহকেরা। কোন উপায় না দেখে আজ ৯ আগস্ট অবশেষে মহাকুমা প্রশাসন ও স্টেট ব্যাংকের ঘাটাল শাখায় দ্বারস্থ হলেন তাঁরা। জানাযায়, ঘাটাল শ্যামসুন্দরপুরের বাসিন্দা তন্ময় মাইতি স্টেট ব্যাংকের একটি সিএসপি খুলেছিলেন শ্যামসুন্দরপুরে ঝাউতলা মোড়মাথায়। যে যখন পেরেছেন টাকা জমা
রেখেছিলেন। কারোর ছ’লাখ, কারোর তিন লাখ, কারোর বা জমি বিক্রির সব টাকা সরল বিশ্বাসে রাষ্ট্রায়ত্ত বাঙ্কের ওই সিএসপিতে রেখে ছিলেন। গ্রাহকদের অভিযোগ, কয়েক দিন হলে তন্ময় ব্যাংক বন্ধ করে পালিয়ে গিয়েছেন। এখন তারা কি করবে নিরুপায় হয়ে কান্নায় ভেঙে পড়েছে অবশেষে প্রতারিত হয়ে কান্নায় ভেঙে পড়েছে গ্রামের শতাধিক মানুষ কোন উপায় না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে তারা।এলাকার মানুষ জোট বেঁধে অভিযোগ নিয়ে চলে এসেছেন ঘাটালের মহকুমা শাসকের দপ্তরে। প্রশাসনের কাছে তাদের কাতর আরজি যে তাদের গচ্ছিত মূলধন ফিরিয়ে দিয়ে প্রতারক এর দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, আজ একটি অভিযোগ জমা পড়েছে শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে মন্তব্য করব।