তৃপ্তি পাল কর্মকার: বৃষ্টির জলেই জলমগ্ন ঘাটাল হাসপাতাল, কলেজ সহ বহু বাড়ি ও প্রতিষ্ঠান
নিকাশি নেই। বৃষ্টির জলেই ঘাটাল হাসপাতাল, ঘাটাল কলেজ সহ ঘাটাল শহরের বহু বাড়ি জল মগ্ন। ফলে চরম দুর্ভোগেরমুখে পড়েছে ঘাটাল পুরসভার ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের বেশ কয়েক শ’ পরিবার। বৃষ্টি হলেই বন্যার মতো ঘণ্টায় ঘণ্টায় জলস্তর বেড়ে চলে। ঘাটাল পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন বিভাসচন্দ্র ঘোষ বলেন, বুধবার থেকে আমাদের পুরসভার ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বৃষ্টির জলে প্লাবিত হয়ে পড়ছে। কিছু বাড়িতেও জল প্রবেশ করেছে বলে শুনেছি। এনিয়ে আমাদের কিছু করার নেই। কারণ, ঘাটাল-পাঁশকুড়া রাস্তা সম্প্রসারণের কাজ চলায় রাস্তার দুদিকের ড্রেনগুলি বন্ধ হয়ে গিয়েছে। তাই বৃষ্টির জল নিকাশি হয়ে মাঠের খালে পড়তে পারছে না। তবুও আমরা দু’টি ওয়ার্ডে দুটি হেভি পাম্প চালিয়ে নিকাশির জল শিলাবতী নদীতে তুলে ফেলার কাজ চালিয়ে যাচ্ছি। বিস্তারিত এই ভিডিওতেদেখুন