ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: করোনা মহামারীর সময়ে মহকুমা জুড়ে বেড়ে চলছে রক্তের চাহিদা সেই রক্তের চাহিদা মেটাতে এবার এগিয়ে এল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের কলোড়া লোকাল কমিটি। ডিওয়াইএফআইয়ের উদ্যোগে আজ ১৪ জুলাই চকবোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবির হল। ওই শিবিরে ৯ জন মহিলা সহ ৮৭ জন রক্তদান করেন।
আজকের ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি রঞ্জিত পাল , কলোরা লোকাল কমিটির সভাপতি প্রবীর সামন্ত, সম্পাদক কৌশিক চক্রবর্তী সহ অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্ব। রঞ্জিতবাবু বলেন, আজ কমরেড মৃগেন্দ্রনাথ ভট্টাচার্যের মৃত্যুদিন। এই দিনকে উপলক্ষ করে আমরা প্রতিবছরই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। সেই সাথে আমরা প্রতিটি রক্তদাতাকে একটি করে চারাগাছ দিচ্ছি এই পৃথিবী কে সবুজায়ন করার জন্য।