নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: রাজ্য সরকারের নির্দেশে এবং ঘাটাল মহকুমার তিনটি থানার উদ্যোগে মহকুমার বিভিন্ন এলাকায় আজ ৮ জুলাই পালিত হল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এইদিন থানাগুলি থেকে র্যালি বের হয় এলাকা পরিক্রমা করে। ঘাটাল শহরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সহ মহকুমার বিভিন্ন প্রান্তে জনসচেতনতা মূলক পথসভার আয়োজনও করা হয় । পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে ট্রাফিক আইন মেনে নিয়ন্ত্রিত ভাবেই গাড়ি চালানোর আবেদন রাখা হল। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে ঘাটাল মহকুমা পুলিস আধিকারির অগ্নিশ্বর চৌধুরী, ঘাটালের সিআই দেবাশিস ঘোষ, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায়, চন্দ্রকোণা থানার ওসি রবি স্বর্ণকার সহ পুলিস ও ট্রাফিস পুলিসের বিভিন্ন স্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।