অনলাইন ক্লাসের গ্রুপে পর্নোগ্রাফি, তড়িঘড়ি গ্রুপ বাতিল ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলে

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: অভিভাবকদের অনুরোধে ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলে অনলাইন ক্লাস নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছিল। তারই অঙ্গ হিসেবে তৈরি হচ্ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ। গ্রুপ শুরু হতে না হতেই কয়েক জন পড়ুয়া সেই গ্রুপে পাঠাতে  শুরু করে একের পর এক পর্নোগ্রাফি। আজ ৭ জুলাই সন্ধ্যায় ওই স্কুলের দ্বাদশ শ্রেণির একটি গ্রুপে এমনই ঘটনাটি ঘটে। ওই গ্রুপে ছাত্রদের পাশাপাশি অনেক  ছাত্রীও রয়েছে। স্কুলের গ্রুপে ওই ধরনের পর্নোগ্রাফি দেখতে পেয়ে বহু ছাত্রীরা অস্বস্তি

বোধ করে এবং  লজ্জা পেয়ে যায়। তারা বিষয়টি অভিভাবককে জানায়।  আজ সন্ধ্যা থেকেই বেশ কয়েকজন অভিভাবক আমাদের স্থানীয় সংবাদের দপ্তরে ফোন করে বিষয়টি জানিয়ে বলেন, স্কুলের গ্রুপে যদি এই ধরনের অশ্লীল ছবি পাঠানো হয় তাহলে অনলাইন ক্লাস করিয়ে কী লাভ? অভিভাবকরা অবশ্য এনিয়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কোনও রকম দোষারোপ করেননি। তাঁরা কিছু ছাত্রের নৈতিক অধঃপতনের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।  স্কুলের গ্রুপে ওই ধরনের ছবি পাঠানোর কথা স্বীকার করেছেন ওই স্কুলের এক শিক্ষা কর্মী দিশারী দাস। তিনি বলেন, আমরা একটি নম্বর ট্রেস করতে পেরেছি। আমরা জানার পরই সঙ্গে সঙ্গেই গ্রুপটি ডিলিট করে দিয়েছি। এদিকে ওই স্কুলের প্রধান শিক্ষক পঙ্কজ ভুঁইয়া বলেন, বিষয়টি শুনেছি। খুবই লজ্জা লাগছে। এনিয়ে কিছু বলার নেই। •ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে এই পোর্টালটিতে নিয়মিত চোখ রাখুন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।