লকডাউন উঠেছে শুরু হয়েছে যাত্রী পরিসেবা তবুও ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে যাতায়াত কারি যাত্রীদের ভোগান্তির শেষ নাই। ২০১৭ থেকে শুরু হওয়া ওই রাজ্য সড়কে ক্ষীরপাই এলাকায় কেঠিয়া ব্রিজের সংস্কারের কাজ এখনও চলছে। হঠাৎ হঠাৎ বন্ধ করা হচ্ছে ওই সড়কে যাতায়াত। আজ শনিবারের সকাল থেকে আবারও বন্ধ ঘাটাল চন্দ্রকোনা সড়কের কেঠিয়া ব্রিজ দিয়ে যাতায়াত!
স্থানীয় বাগপোতা গ্রাম দিয়ে ঘুর পথে ক্ষীরপাই হালদার দিঘি থেকে কাঁচা রাস্তায় যাতায়াত করতে হচ্ছে বাইক বা প্রাইভেট কারে। স্থানীয় বাসিন্দা বাপি বেরা জানান,হাঁটু সমান কাদায় নিত্য এই যাতায়াতে রয়েছে প্রাণের ঝুঁকিও। মাঝে মধ্যেই রাস্তার উপরই বাইক সহ হুমড়ি খেয়ে পড়ছে যাত্রীরা।
এলাকাবাসীর পাশাপাশি নিত্যযাত্রীরাও প্রশ্ন তুলছেন ওই ব্রিজের সংস্কারে এমন গড়িমসি নিয়ে। করোনা রোধে বন্ধ যাত্রী পরিসেবা চালু হয়েও এই সড়কে বঞ্চিত হচ্ছেন যাত্রী থেকে বাস মালিকরা। তাদের বক্তব্য,দিনের বেলা কাজ বন্ধ রেখে যাতায়াত জারি থাকুক ব্রিজে।