এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

কুয়াপুর গ্রামপঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা

Published on: July 2, 2021 । 8:47 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ২ জুলাই চন্দ্রকোণা-২ ব্লকের কুয়াপুর গ্রামপঞ্চায়েত প্রধান শঙ্কর ঘোষের বিরুদ্ধে অনাস্থা আনা হল। ওই গ্রামপঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধির সংখ্যা ১৯। তার মধ্যে একজন মারা গিয়েছেন। জীবিত ১৮ জন সদস্যের মধ্যে আজ ১০ জন প্রতিনিধি চন্দ্রকোণা-২ ব্লকে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। ওই ব্লকের বিডিও অমিত ঘোষ জানিয়েছেন, তিনি একটি অনাস্থা প্রস্তাব জমা পড়ার কথা শুনেছেন। কিন্তু তাঁর সঙ্গে দেখা করে কেউ অনাস্থা প্রস্তাব জমা দেননি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad