তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে রক্তদান শিবির

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ১ জুলাই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নাড়াজোল-২ চক্র শাখার উদ্যোগে কোভিড স্বাস্থ্য বিধি মেনে কিংবদন্তি ধন্বন্তরি চিকিৎসক ডাঃ বিধানচন্দ্র রায়ের ১৪০ তম জন্মদিন ও ৩১ তম জাতীয় চিকিৎসক দিবস যথোচিত মর্যাদায় পালিত হয়েছে। এই উপলক্ষ্যে মুমূর্ষু রোগীদের পাশে থাকতে এক মহতী রক্তদান শিবির সুসম্পন্ন করা হয়েছে দাসপুর থানার কিসমত নাড়াজোল প্রাথমিক বিদ্যালয়ে। এই সাথে বিশ্বব্যাপী কোভিড পরিস্থিতিতেও শহর, নগর থেকে প্রত্যন্ত গ্রামগঞ্জে অচেনা, জানা-অজানা মানুষদের সান্নিধ্যে এসে শরীর থেকে প্রাণ সঞ্জীবনী রক্ত সংগ্রহের সামাজিক দায়বদ্ধতায় কর্তব্য পালন করার জন্য ঘাটাল ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক, চিকিৎসাকর্মী ও সহযোগিবর্গকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। এদিনের শিবিরে ২ জন মহিলা সহ মোট ৩৫ জন রক্তদান করেছেন।

এই সামগ্রিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন দাসপুর বিধানসভার বিধায়ক মমতা ভুঁইয়া। এছাড়াও সামিল ছিলেন দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক, দাসপুর-১ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার পাত্র, নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত প্রধান গগন সামন্ত জেলা পরিষদ সদস্যা কৃষ্ণা দোলই প্রমুখ। সামগ্রিক অনুষ্ঠান সঞ্চালন করেছেন আহ্বায়ক শিক্ষক শ্যামসুন্দর দোলই ও মানস আদক।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015