কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালের বীরসিংহে বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি গ্ৰন্থ প্রকাশ করা হয় আজ ৩০ জুন। গত বৎসর ২৬ সেপ্টেম্বর ২০২০ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সেই উপলক্ষেই বিদ্যাসাগর মেমোরিয়াল হল ও রুর্যাল লাইব্রেরির উদ্যোগে গ্ৰন্থটি প্রকাশ করা হয়। বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপনে শ্রদ্ধার্ঘ্য হিসাবে বিদ্যাসাগর মহাশয়ের জীবনী ও কর্মকান্ডকে তুলে ধরা হয়েছে বলে জানালেন গ্রন্থাগারের সম্পাদক হরগোবিন্দ দোলই। গ্ৰন্থটির নাম ‘সাগরদীপ’। ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অরুণ ঘোষ জানান, জেলা গ্রন্থাগারিক সেখ মোহাম্মদ সইদুল্লা এই বইটির প্রকাশে ভীষণ ভাবে উৎসাহী ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের বিডিও সঞ্জীব দাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা গ্রন্থাগারের সভাপতি দিলীপ মাজি, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হাবিবুর রহমান, প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ সুশান্ত মন্ডল, শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর প্রমুখ।
Home এই মুহূর্তে বিশেষ প্রতিবেদন বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যাসাগরকে নিয়ে গবেষণামূলক গ্রন্থ প্রকাশ করা হল