এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

তৃতীয়বারের জন‍্য সরকারে আসায় গ্রাম‍্যদেবীর কাছে মানত শোধ দেওয়ানচকের কৃষ্ণবল্লভপুরে

Published on: June 27, 2021 । 12:16 PM

সুইটি রায়👆স্থানীয় সংবাদ•ঘাটাল: বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস  তৃতীয় বারের জন‍্য পুনরায় সরকারে আসায় ষোড়ষোপচারে গ্রামের জাগ্রত মা শীতলাদেবীর  পুজো দিলেন ঘাটাল ব্লকের দেওয়ানচক-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণবল্লভপুর বুথের সদস‍্যগণ। শুধু বিভিন্নরকম উপাচার দিয়েই নয় রীতিমতো  ঢাক, ঢোল, মাইক,ব‍্যাণ্ডপার্টি ও নাচগান সহযোগে চরম উৎসাহে মায়ের আরাধনায়  আজ মানত শোধ করা হল। মানত শোধ করতে পেরে আনন্দিত  বুথ সদস‍্যরা। এই পুজোতে আনন্দিত গ্রামবাসীসহ পাশ্ববর্তী গ্রামের বাসিন্দারাও। কৃষ্ণবল্লভপুর বুথ সভাপতি  দিলীপ  পাত্র বলেন,আমরা মানত করেছিলাম  পশ্চিমবঙ্গের  মুখ‍্যমন্ত্রী  মমতা   বন্দ‍্যোপাধ‍্যায়  মা-মাটি-মানুষের সরকার তৃতীয়বার ক্ষমতায় এলে কৃষ্ণবল্লভপুর বুথ থেকে ষোড়ষপচারে আমাদের  গ্রাম‍্যদেবী শীতলা মায়ের পুজো দেবো। আজ মায়ের সেই মানত শোধ করতে পেরে আমরা খুব আনন্দিত।

গ্রামের পঞ্চায়েত সদস‍্যা দেবীকা কর সাঁতরা বলেন,আজ মানত শোধের পুজোতে মা আমাদের যে আশীর্বাদ করলেন সেই আশীর্বাদকে পাথেয় করে আগামী দিনে মাননীয়া মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের  চিন্তা চেতনাকে দিগ্বিদিকে  ছড়িয়ে দেবো এবং  জনহিতকর ও জনকল‍্যাণকর কাজে পুনরায়  মন দেবো।

 

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]