বাবলু মান্না,দাসপুর:দাসপুর ২ ব্লকের তেতুলতলার গৃহহারারা পুনর্বাসনের আশ্বাস পেলেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞার কাছ থেকে। ইয়াসের প্রবল বৃষ্টিতে চন্দ্রেশ্বর খাল পাড়ের বহু মাটির বাড়ির পাশাপাশি পাকা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়ে বসবাসের উপযোগী ছিল না,৪০টিরও বেশি পরিবার গৃহহারা হয়। স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও এলাকাবাসী পাশাপাশি রাজনৈতিক দলের পক্ষথেকে খেপুত উত্তর বাড় আত্যয়িক প্রাথমিক বিদ্যালয়ে তাদের সাময়িকভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির তরফে পুনর্বাসনের দাবি তোলা হয়েছে।
আজ ২৪ জুন বৃহস্পতিবার বিধায়ক মমতা ভুঁইঞা,সেচ দপ্তরের এসডিও সহ দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই এবং সহ-সভাপতি আশিষ হুদাইদরা ক্ষতিগ্রস্ত খালপাড় এলাকা ঘুরে দেখলেন। জানানো হল,গোপীগঞ্জ রূপনারায়ণের মুখ থেকে তেতুলতলা অবধি চন্দ্রেশ্বর খালের দুই পাড় মজবুত করে বাঁধিয়ে দেওয়া হবে (ঝামা ইঁট অথবা কংক্রিটের প্লেট দিয়ে)যাতে করে বর্ষার সময় অথবা বছরের অন্যান্য সময় চন্দ্রেশ্বর খালের জল বাড়লেও দুই পাড়ে আর না ধস নেমে মানুষের ক্ষতি হয়।
দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা আশ্বাস দিলেন,ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পুনর্বাসন দেওয়া হবে। ইতিমধ্যেই দাসপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অনিরুদ্ধ আলম সহ আরো অনেক নেতৃত্ববৃন্দের সঙ্গে সে বিষয়ে একটি বৈঠক করে আলোচনা হযয়েছে।
ইতিমধ্যেই গৃহহারা দের অন্য জায়গায় স্থানান্তরিত করার প্রস্তুতি শুরু হয়েছে,বাঁধের উল্টো দিকে জমিতে মাটি ফেলে ভরাট এর প্রস্তুতি চলছে যেখানে গৃহহীন পরিবারগুলিকে পুনর্বাসন দেওয়া হবে। উল্লেখ্য আগামীকাল শুক্রবার দাসপুরের বিধায়ক মমতা ভূঁঞ্যা একটি বৈঠক ডেকেছেন,সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।