কুমারেশ চানক👆স্থানীয় সংবাদ•ঘাটা
ল[মো:96791 52380]: আজ ২৩ জুন মনসুকায় ত্রাণ বিতরণ করল ঘাটাল আবগারি দপ্তর। মনশুকার বিভিন্ন প্রান্তে ত্রাণ পৌঁছে দেন আবগারি দপ্তরের আধিকারিকরা। ত্রাণ বিতরণের দায়িত্বে ছিলেন ডেপুটি এক্সসাইজ কালেক্টর সুপ্রজিৎ হীরা, ঘাটাল এক্সসাইজ সার্কেল ওসি শান্তনু পুরোকাইত সহ আবগারি দপ্তরের বিশেষ টিম। মনশুকার ঘোড়াই ঘাট ও মনশুকা-২ গ্রাম পঞ্চায়েতের গঙ্গাপ্রসাদ এলাকায় শুকনো খাবার সহ প্রয়োজনীয় জিনিস হাতে তুলে দেন দপ্তরের আধিকারিকরা। ডেপুটি এক্সসাইজ কালেক্টর সুপ্রজিৎ হীরা জানান, মনশুকার বিভিন্ন প্রান্তের বন্যা কবলিত এলাকার মানুষদের কাছে পৌঁছে তাঁদেরকে খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় জিনিস হাতে তুলে দেওয়া হয়েছে। ওসি আরও জানান, তাঁরা বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেছেন ও গ্রামবাসীদের নিরাপদে থাকার বার্তা দিয়েছেন।
আবগারি দপ্তর তরফে মনশুকার বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করা হল







