নিজস্ব সংবাদদাতা: বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ দাসপুর থানার কলাগেছিয়া গ্রামের এক যুবক। ওই যুবকের নাম তাপস পাল, বয়স ৩৬ বছর। গত ৯ জুন সকালে বাড়ি থেকে বেলিয়াঘাটা যাবার নাম করে বেরিয়েছিলেন তিনি। তারপর আর বাড়ি ফেরেনি। বাড়ির লোক বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়ি খোঁজ করেও কোনও হদিশ পাননি। নিরুদ্দিষ্ট ব্যক্তির বাড়ির লোকজন দাসপুর থানায় মিসিং ডায়েরি করেন। কিন্তু দশদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তাপসবাবুর কোনও খোঁজ পাওয়া যায়নি। যদি কেউ এই ব্যক্তিকে দেখে থাকেন তবে ৮৩৪৮৭৩৫৮৯১ নাম্বারে ফোন করে জানাতে পারেন।
বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ দাসপুরের যুবক, সন্ধান পেলে ফোন করুন ৮৩৪৮৭৩৫৮৯১
Published on: June 20, 2021 । 9:02 PM







