এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমায় নদীর জল বাড়ছে, নতুন করে প্লাবিত বহু এলাকা

Published on: June 19, 2021 । 4:35 PM

স্থানীয় সংবাদ, ঘাটাল: নিম্নচাপের জেরে ঘাটাল মহকুমার নদীগুলির জলস্তর বৃদ্ধির হার অব্যাহত। ফলে নতুন করে প্লাবিত হচ্ছে বেশ কিছু এলাকা। ঘাটাল শহরের ১৩ টি ওয়ার্ড এবং খড়ার শহরের চারটি ওয়ার্ড প্লাবিত হয়েছে। ওই দুটি শহর ছাড়াও ঘাটাল ব্লক এবং চন্দ্রকোণা-১ ব্লকের বহু রাস্তা ডুবে গিয়েছে। ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায় বলেন, চন্দ্রকোণা-১ ব্লকের পুড়শুড়ি গ্রামে কয়েকটি পরিবারকে প্রশাসন উদ্ধার করে অন্যত্র রাখার ব্যবস্থা করেছে। মহকুমার যেসমস্ত রাস্তা জলে ডুবে গিয়েছে সেখানে নৌকার ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার ১৮ জুন রাত থেকে ঘাটাল মহকুমায় নতুন করে বেশ কিছু এলাকায় প্লাবিত হয়েছে। ঘাটাল ও খড়ার পুরসভা, ঘাটাল এবং চন্দ্রকোণা-১ ব্লকের বেশ কিছু রাস্তা ডুবে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। কয়েক শ’ বাড়িও জলবন্দি হয়ে পড়েছে। চাষের ক্ষতি হলেও হতাহতের কোনও খবর নেই। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা টিমও স্পিডবোট সহ প্রস্তুর রয়েছে।
খড়ার পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য অরূপ রায় জানিয়েছেন, শুক্রবার রাত থেকে তাঁদের শহরের ৫, ৬, ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। প্রায় ৭০টি পরিবার জলবন্দি। তাদের সঙ্গে পুরসভা নিয়মিত যোগাযোগ রেখেছে।
ঝুমি নদীতে স্রোতের পরিমাণ অনেকটা কমে যাওয়ার ফলে ওই নদী নৌকা চলাচল করতে শুরু করেছে। ফলে প্রায় ৩৬ ঘণ্টা ধরে বিচ্ছিন্ন হয়ে থাকা ঘাটাল ব্লকের এলাকাংশের মানুষজন তাঁদের প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করতে পারছেন।
তবে আজ শনিবার থেকে ফের মুষল ধারায় বৃষ্টি চলছে। এই বৃষ্টির প্রভাবে কী হবে তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।