ভারী বৃষ্টির জেরে সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দুই জেলার মানুষের

বাবলু মান্না, 👆‘স্থানীয় সংবাদ’, ঘাটাল [মো:9134719616]: টানা বৃষ্টি ঘাটাল জুড়ে নদীগুলিতে জলের চাপ বাড়তে শুরু করল। ভেঙে যাচ্ছে একের পর এক নদী পারাপারের অবলম্বন। পশ্চিম মেদিনীপুরের সাথে হুগলী ও হাওড়ার সংযোগকারী মিলন সেতু জলের তোড়ে ভেসে গেল। জানা গেছে, বুধবার গভীর রাতেই রূপনারায়ণ নদের জলের চাপে ভেঙে যায় দাসপুরের কৈজুড়ি ও হুগলী জেলার মাড়োখানার মাঝে ‘মিলন সেতু’ নামে পরিচিত এই বাঁশের সাঁকো। মিলন সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন দুই জেলার বহু মানুষ। গাড়ি  নিয়ে অনায়াসেই এই বাঁশের সাঁকো দিয়ে দুই জেলার মানুষ পারাপার করতেন। দাসপুরের এই মিলন সেতু পার হয়ে হুগলীর পাশাপাশি পৌঁছে যাওয়া যেত হাওড়াতেও। আজ বৃহস্পতিবার সকাল থেকে যোগাযোগের বিকল্প মাধ্যম হিসেবে এখন নৌকোর ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য প্রায় সাত মাস আগে লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি হয় এই বাঁশের সাঁকো। সাঁকোর উপর দিয়ে চারচাকার গাড়ি নিয়েও অনায়াসে হুগলি জেলায় এবং সেখান থেকে অপর একটি সাঁকো পার করে হাওড়া জেলার উত্তর ভাটোরা গ্রামেও যাওয়া যেতো। প্রতিবছর  সাঁকোটিকে ডাকে নেওয়া হয়। বর্তমানে সাঁকোটির দায়িত্বে ছিলেন সুজিত পাল। তিনি বলেন,হঠাৎ এই সাঁকো ভেঙে যাওয়ায় ব্যাপক ক্ষতি হল। কিছুদিন আগেই এক লক্ষ টাকা ব্যয়ে সাঁকোটি ডাকে নিয়েছিলেন তিনি, সেটি ভেঙে যাওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষকেও অসুবিধার মধ্যে পড়তে হবে বলে জানান। অন্যদিকে আসপাশের নদী ঘাট গুলিতেও পারাপার বন্ধ থাকায় এই কৈজুড়িতে কয়েকটি নৌকা মোতায়েন করে দুই জেলার মানুষের পারাপার চলছে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015