তৃপ্তি পাল কর্মকার👆স্থানীয় সংবাদ•ঘাটাল: এই যুবকের নাম রোহিত নায়েক(বামদিকের ছবি)। নিরুদ্দেশ যুবকটি ঘাটালের ব্যবসায়ী সুকুমার মাইতি(মাঝের ছবিটি) এবং গৃহবধূ রাণু শর্মার(ডান দিকের ছবিটি) উদ্যোগে আগামী কাল ৭ জুন ঝাড়খণ্ড জেলার ওরমানঝা থানার গাসীতোলার বাড়িতে ফিরতে চলেছেন।
বেশ কয়েক দিন ধরেই এই যুবক ঘাটাল ও তার পার্শ্ববর্তী এলাকায় ঘোরাঘুরি করছিলেন। অনেকেই ভবঘুরে বলে আমল দেননি। কিন্তু চোখ এড়িয়ে যায়নি ঘাটাল গোবিন্দপুরের ব্যবসায়ী সুকুমার মাইতির । আজ ৬ জুন ঘাটাল-পাঁশকুড়া সড়কের নিমতলা নন্দীপুরের তাঁর দোকান অনিক্সমার্বেলের সামনে ঘোরঘুরি করতেই তিনি রোহিতের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। আঞ্চলিক হিন্দিতে দেওয়া অসঙ্গতিপূর্ণ কথাবার্তায় রোহিতের পরিচয় সম্বন্ধে কিছু বুঝে উঠতে পারেননি সুকুমারবাবু। এই যুবকের কাছ থেকে কোনও তথ্য না উদ্ধার করতে পেরে ওই ব্যবসায়ী কিছুটা হতাশ হয়ে পড়েন। তিনি বলেন, আমি ওকে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই আলাপ করতে চেয়েছিলাম। কিন্তু কোনও কথা না বুঝতে পারায় কিছুটা মন খারাপই হয়ে যায়। তারপরই আমি ঘাটাল শহরের কুশপাতা ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাণু শর্মার সঙ্গে যোগাযোগ করি। রাণুদেবী লছিপুর বীণাপাণি হাইস্কুলের ভূগোলের শিক্ষক সৌরভ চক্রবর্তীর স্ত্রী। কিন্তু তাঁর বাপের বাড়ি হিন্দিবলয়ে। পড়াশোনাও সেখানে। সুকুমারবাবু রাণুদেবীর সঙ্গে যোগাযোগ করে যুবকটির সঙ্গে কথা বলানোর ব্যবস্থা করেন। রাণুদেবী শুধু রোহিতের সঙ্গে কথা বলেই দায়িত্ব ছেড়ে দেননি। সঙ্গে সঙ্গে নেট সার্চ করে সংশ্লিষ্ট থানার সঙ্গে কথা বলেন। থানায় অনুরোধ করে রোহিতের বাড়িতে খবর দেওয়ার ব্যবস্থা করেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই রাণুদেবীর উদ্যোগে খবর চলে যায় রোহিতের ভাই সমীত নায়েকের কাছে। সমীতবাবুরা বিশ্বাসই করতে পারেননি, তাঁর দাদাকে ফিরে পাবেন। সঙ্গেসঙ্গেই রোহিতের পরিবার থানার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ঘাটাল অভিমুখে যাত্রা শুরু করেছে। রাণুদেবী বলেন, আমি ওদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। বর্তমানে রোহিত সুকুমারবাবুর বাড়িতে রয়েছেন। সুকুমারবাবু বলেন, রোহিতের পরিবারের লোকেরা এলে ঘাটাল থানা থেকে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে রোহিতকে।
সুকুমারবাবু এবং রাণুদেবীর এই উদ্যোগ এবং আন্তরিকতাকে কুর্ণিশ জানিয়েছেন ঘাটাল মহকুমার বাসিন্দারা। কারণ তাঁরা না উদ্যোগ নিলে রোহিত হয়তো আর কখনও গ্রামের মুখ দেখতে পেতেন না।
বৃত্তটি সম্পূর্ণ করতে রাণুদেবীকে আজ বহু জায়গায় ফোন করতে হয়েছে। তা থেকেই তিনি জানতে পেরেছেন রোহিতদের বাড়ির আর্থিক অবস্থা ভালো নয়। রোহিতের ভাই চারচাকার গাড়ি ভাড়া করে আসছেন। ধরেই নেওয়া হচ্ছে প্রচুর টাকা ভাড়া পড়রে। তাই সৌরভবাবু এবং রাণুদেবী জানিয়েছেন, আগামীকাল সমীতবাবুদের হাতে গাড়িভাড়া বাবদ কিছু টাকাও তুলে দেবেন। সুকুমারও বাবুও আর্থিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal