দাসপুরের যুবকরা ত্রাণ নিয়ে পৌছে গেলেন দক্ষিণ ২৪ পরগনায়

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরের কয়েকজন যুবক এবং ডাঃ আর এন মেমোরিয়াল হেল্থ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ইয়াস ঝড় বিধ্বস্ত ২৪ পরগনায় খাদ্য সামগ্রী বিতরণ করা হল। আজ ৬ জুন দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের ঈশ্বরীপুর গ্রাম ও পার্শ্ববর্তী এলাকার আড়াইশো পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ডাঃ আর এন মেমোরিয়াল হেল্থ ফাউন্ডেশনের নন্দনপুর ইউনিটের পক্ষে তরুণ মান্না ও দেবাশীষ হাজরা বলেন, আমরা যে আড়াইশো পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দিয়েছি তাদের খুব কষ্টের মধ্যে দিন কাটছিল। আমাদের দেওয়া খাদ্যসামগ্রী দিয়ে পরিবারের কয়েকদিনের প্রয়োজন মিটবে।
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com