স্থানীয় সংবাদ, ঘাটাল: সাপ এমন একটা প্রাণী যেটা ঘিরে নানান কল্পকাহিনী গল্পগাথা ঘুরে ফিরে বেড়ায়। কোথাও যেন আমাদের ভয় ও ঘৃণা দুটোই আছে এই প্রাণীটিকে ঘিরে। প্রতিবছর সাপের কামড়ে বহু মানুষ মারা যান আমাদের দেশে। আমরা অনেকেই জানি না, আমাদের আসেপাশে যে সব সাপ দেখা যায় তাদের মধ্যে বেশিরভাগই নির্বিষ। সাপ চেনা থাকলে অকারণে এই প্রাণীটিকে ভয় পাবার কারণ নেই। আর সাপ চেনা থাকলে বিষধর সাপ কাউকে কামড়ালে তার চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা যায় সাথে সাথে। নীচের ভিডিওটি মন দিয়ে দেখুন। তাহলেই আমাদের ঘাটাল মহকুমায় যে সমস্ত সাপগুলি দেখতে পাওয়া যায় তাদের সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। সাপ সম্বন্ধে যেকোনও প্রশ্ন থাকলে সরাসরি ফোন করতে পারেন সর্পবিশারদ তথা দাসপুর-২ ব্লকের গোমকপোতা গুণধর বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সুব্রত বুড়াইয়ের সঙ্গে। সুব্রতবাবু বলেন, সাপ কামড়ালে কখনই গুণীন বা ওঝার কাছে যাবেন না। সাপ কামড়ের একমাত্র চিকিৎসা এভিএস। সাপ কামড় দেওয়ার যদি সেই ব্যক্তিকে ১০০ মিনিটের মধ্যে এভিএস দেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে তাঁর প্রাণহানির সম্ভাবনা থাকেনা বললেই চলে। তাই যত তাড়াতাড়ি সম্ভব সরকারি হাসপাতালে নিয়ে যাবেন। বর্তমানে প্রত্যেকটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রেই এভিএস পাওয়া যায়।
সর্প দংশন, চিকিৎসা, হাসপাতালে ভর্তি সম্বন্ধে সুপরামর্শ পেতে চাইলে সুব্রতবাবুকে যে কোনও সময় ফোন করতে পারেন। সুব্রতবাবুর ফোন নম্বর:+919733696916 •ইমেল:skburai64@gmail.com, skburai0@gmail.com
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal