মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল:উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অন্যান্য বছরের মতো পূর্ণ নম্বরের পরীক্ষা দিতে হবে না। করোনা পরিস্থিতির জন্য পূর্ণ নম্বরের পরিবর্তে অর্ধেক নম্বরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিক পরীক্ষার পশ্চিম মেদিনীপুর জেলা উপদেষ্টা কমিটির যুগ্ম আহ্বায়ক তথা দাসপুর-২ ব্লকের বরুণা সৎসঙ্গ হাইস্কুলের প্রধান শিক্ষক সুজিত বন্দ্যোপাধ্যায় এই সংবাদ জানিয়ে বলেন, অন্যান্য বছর যে বিষয়ে যত নম্বরের লিখিত পরীক্ষা দিতে হত এবছর সেই সমস্ত বিষয়ে তার অর্ধেক নম্বরের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর পরীক্ষার জন্য সময়ও নির্দিষ্ট করা হয়েছে অন্যান্য বছরের অর্ধেক। অর্থাৎ দেড় ঘণ্টা।
উচ্চ মাধ্যমিকের পাঠক্রমে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে ১০০ নম্বর করে থাকে। ওই বিষয়গুলির মধ্যে কিছু বিষয়ে ৩০ নম্বরের প্র্যাকটিক্যাল রয়েছে। বাকিগুলির ২০ নম্বরের প্রোজেক্ট থাকে। সুজিতবাবু বলেন, ইতিমধ্যেই জানুয়ারি মাসে বিষয় অনুযায়ী প্রোজেক্টের ২০ নম্বর এবং প্র্যাকটিক্যালের ৩০ নম্বরের পরীক্ষা নেওয়ার হয়ে গিয়েছে ও খাতাও জমা দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে। তাই এনিয়ে আর নতুন করে ভাবনা-চিন্তার কোনও কারণ নেই। বাকি রয়েছে লিখিত পরীক্ষা। আগামী জুলাই মাসে ওই সমস্ত লিখিত পরীক্ষাগুলি নেওয়া হবে। যে বিষয়ের উপর প্র্যাকটিক্যাল ছিল সেই বিষয়ে পরীক্ষার্থীদের নিয়ম মতো ৭০ নম্বরের পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু এবার তাদের দেড় ঘণ্টায় মাত্র ৩৫ নম্বরের পরীক্ষা দিতে হবে। যে বিষয়ে প্রোজেক্ট রয়েছে সেই সব বিষয়ে ৪০ নম্বরের পরীক্ষায় বসতে হবে। প্রত্যেক ক্ষেত্রেই সময় থাকবে ৯০ মিনিট তথা দেড় ঘণ্টা। নিজেদের স্কুলেই জুলাই মাসের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে।
প্রশ্নপত্র যেহেতু তৈরি হয়ে গিয়েছে তাই সেক্ষেত্রে কীভাবে অর্ধেক সময়ের মধ্যে প্রশ্ন বাছাই করে লিখতে হবে বা কোন কোন প্রশ্নের উত্তর দিতে হবে তা সরকার তরফ থেকে বলে দেওয়া হবে। যদিও বা এই ব্যাপারে কোনও নিয়মাবলী সরকার এখনও পর্যন্ত প্রকাশ করেনি। তবে কয়েক সপ্তাহের মধ্যেই সেই নিয়মাবলী সহ পরীক্ষার সময় ও রুটিন প্রকাশ করবেন বলে আশা করা যায়। সুজিতবাবু বলেন, একেবারে পরীক্ষার না নিয়ে তাদের মেধার মূল্যায়ন করা সঠিক নয়। তাই ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে সরকার এই কোভিড পরিস্থিতিতেও যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা শিক্ষকেরা তা সময়োচিত,বাস্তবোচিত ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করি। তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে জানান, ছাত্রছাত্রীরা প্রত্যেকেই যেন অনলাইন ক্লাস নিয়মিত সঠিকভাবে করে এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে পড়াশোনা যেন চালিয়ে যায়।
উচ্চমাধ্যমিক পরীক্ষার পশ্চিম মেদিনীপুর জেলা উপদেষ্টা কমিটির যুগ্ম আহ্বায়ক বলেন, কোভিড পরিস্থিতির কারণে গত বৎসর হঠাৎ করেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাঝ পথে স্থগিত রাখতে হয়। পরে যে বিষয়ের পরীক্ষাগুলি বাকি ছিল তার গড় নম্বর দিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছিল। কিন্তু এই বৎসর করোনা আবহের মধ্যেই উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার। পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন সরকার। জুলাই মাসের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে এবং আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বলে জানা গিয়েছে। যদিও মাধ্যমিক পরীক্ষার নিয়মাবলী সম্পর্কে সরকার তরফ থেকে এখনও পর্যন্ত তেমনভাবে কিছু প্রকাশ করেনি।।
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal