এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

করোনার লড়াইয়ে দিল্লি এগোচ্ছে

Published on: May 9, 2021 । 12:28 PM

আশিস সামন্ত: দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন আমি যদি আমার দিল্লির যা অক্সিজেনের চাহিদা (প্রতিদিন ৭০০ মেট্রিক টন) তা পাই তাহলে উনি ৯০০০ থেকে ৯৫০০ অক্সিজেন বেড এর ব্যবস্থা করতে পারবেন এবং দিল্লিতে একজন করোনা রোগীকেও অক্সিজেন এর অভাবে মরতে দেবেন না। কেন্দ্র গতকাল দিল্লিকে ৭৩০ মেট্রিক টন অক্সিজেন সাপ্লাই করেছে। অরবিন্দ কেজরিওয়ালজী মোদীজিকে ধন্যবাদ ও জানিয়েছেন। এখন দেখার কেন্দ্র দিল্লিকে প্রতিদিন ওই পরিমান অক্সিজেন দিতে পারেন কিনা আর কেজরিওয়ালজী বাকি ব্যবস্থা করে অক্সিজেন এর অভাবজনিত মৃত্যু শুন্যতে নামিয়ে আনতে পারেন কিনা! আর একটা সু খবর গত চার দিন পরপর নুতন সংক্রামন ২০০০০ এর নীচে। বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার।আমার মনে হয় আমাদের মুখ্যমন্ত্রীর ও কেন্দ্র সরকারকে তাঁর চাহিদা নির্দিষ্ট ভাবে জানানো উচিৎ। কোন জিনিস কতটা হলে আমরা করোনা মোকাবিলা করতে পারব।
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।