মন্দিরা মাজি: মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করল দাসপুরের ইসলামিয়া সংস্থা। দাসপুর-২ ব্লকের শ্রীরামনগর মিজাবে রহমত ফাউন্ডেশন ২৪ মার্চ এলাকার বেশ কয়েকজন মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন বৃত্তিপ্রদান করল। ফাউন্ডেশনের সম্পাদক ইসমাইল মল্লিক বলেন, প্রতিবছর ১০ চৈত্র আমরা একটি ইসলামিয়া জলসার আয়োজন করে থাকি। এই বছর ওই জলসাতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় উৎসাহ দানের জন্য আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছি। ২০১৬ সাল থেকে আমরা এই বৃত্তি দেওয়া চালু করেছি।
সংস্থা সূত্রে জানা গিয়েছে, পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ৬০ শতাংশ নাম্বারের ভিত্তিতে ২৫ জনকে ওই বৃত্তি দেওয়া হয়েছিল। প্রথম স্থান অধিকারীকে নগদ দু’হাজার টাকা, একটি সোনালী পদক ও স্কুল ব্যাগ, দ্বিতীয় স্থান অধিকারীকে নগদ দু’হাজার টাকা রুপালি পদক ও একটি স্কুলব্যাগ এবং তৃতীয় স্থান অধিকারীকে নগদ দু’হাজার টাকা ও একটি তামার পদক ও একটি স্কুল ব্যাগ দেওয়া হয়েছে। এছাড়াও বাকিদের নগদ এক হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে ইসমাইল মল্লিক জানান। সংস্থার বিচারে প্রথম স্থানাধিকারী মাফুজা খাতুন, দ্বিতীয় স্থানাধিকারী শামীম মল্লিক তৃতীয় স্থানীধিকারী মনীষা খাতুনকে বিশেষ বৃত্তি তুলে দেওয়া হয়। এছাড়াও বৃত্তি পেয়েছে হাবিবা খাতুন, হাফিজা খাতুন,সন্দীপ দাস, সুদীপা জানা, সংগীতা সামন্ত,ধ্রুব কুইল্যা, প্রীতম হাজরা, জয়শ্রী মণ্ডল।
ওই দিনে বৃত্তি দানের সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া প্রতাপপুর বালিডাংরি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুর খান, দাসপুর-২ ব্লকের ঘনশ্যামবাটি শাহাদাতীয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন সম্পাদক আইউব মল্লিক হাজি প্রমুখ উপস্থিত ছিলেন।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন
মেধাবী ছাত্র-ছাত্রীদের এক কালীন বৃ্ত্তি প্রদান করল দাসপুরের এক ইসলামিয়া সংস্থা
By মন্দিরা মাজি
Published on: March 26, 2021 । 7:37 PM





