শুভম চক্রবর্তী: আমি দলের হয়ে ২০১৪ সাল থেকে শুরু করে নির্বাচনী প্রচারের অংশ হয়েছি আমি কিন্তু বিশ্বাস করুন এই নির্বাচনের আগে গত কয়েকদিন নিউজ চ্যানেলে কয়েকটি রাজনৈতিক ব্যক্তিত্বদের কথাবার্তা শুনে আমি বিভ্রান্ত। মেদিনীপুরের মানুষের কাছে আমার একটা প্রশ্ন নির্বাচনে জেতার পর মন্দির হবে না মসজিদ তৈরি হবে এটা ঠিক করার জন্য নাএই নির্বাচনটা হিন্দু মানুষের কত ভোট আছে মুসলিম মানুষের কত ভোট আছে সেটা ঠিক করার জন্য।নাকি গরিবের জন্য কাজ কে করবে সেটা মূল আলোচ্য?
বুধবার চন্দ্রকোনার তৃণমূলের নির্বাচনী প্রার্থী অরূপ ধাড়ার সমর্থনে প্রচারে এসে নিজের স্বভাব সিদ্ধ খোলামেলা ভঙ্গিতে বক্তব্য রাখলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব।
প্রসঙ্গত আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় আসেন তৃণমূলে বর্ষিয়ান নেতা সৌগত রায় এবং অভিনেতা তথা সাংসদ দেব। এদিন চন্দ্রকোনার জাড়া হাই স্কুল মাঠে নামে হেলিকপ্টার।এরপর গাড়িতে করে জারার নলডাঙ্গার মাঠে জনসভায় যোগ দেন তৃণমূলের এই দুই নেতৃত্ব।
কিভাবে বক্তৃতা শুরু করে গত রায় কেন্দ্রের বিভিন্ন নীতি কে কটাক্ষ করেন।বিজেপি রাজ্য কোন নেতাকে সামনে আনতে পারছে না যাকেই সামনে আনছে তার বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে।তাই দিল্লি থেকে কয়েকজনকে নিয়ে এসেছে তাদের একজন মোটা ভাই যে হাতির মতো থপ থপ করে চলে, আরেকজন নাড্ডা নাকি চাড্ডা হাতির মতো বাংলায় লাফাচ্ছে,আরেকজন হলাম মোদি যে লম্বা দাড়ি রেখে নিজেকে রবীন্দ্রনাথ ভাবলেও আসলে সে ঠকেন্দ্রনাথ।বাঙালির লড়াইটা আত্ম মর্যাদার লড়াই তাই তারা নিজেদের মেয়ে বাংলার মেয়েকেই চাইবে। •ভিডিও
অন্যদিকে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের প্রথম দিন থেকেই বঙ্গ রাজনীতিতে নতুন ধারার সংযোজন করেন অভিনেতা দীপক অধিকারী।কোনও ব্যক্তিগত আক্রমণের পথে না হেঁটেই না সৌজন্যতার রাজনীতির উদাহরণ তার থেকে এর আগেও বহুবার দেখেছে জনসাধারণ চন্দ্রকোনা জনসভা থেকে ও তার অন্যথা হলো না। এদিন তার বক্তব্যে বারবার শোনা যায় ভোট দেওয়াটা নিজের গণতান্ত্রিক অধিকার আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন কিন্তু ভোট দেওয়ার আগে মনে রাখবেন আপনার জন্য কে কাজ করবে।
এরপরই সংসদ বিগত বছরগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জন্য কি কি করতে চেয়েছেন তাও তুলে ধরার চেষ্টা করেন। বক্তব্যের শেষে দর্শকদের অনুরোধে এবারের নির্বাচনের হিট স্লোগান “খেলা হবে” স্লোগানটিও নিজের মত করে ব্যাখ্যা দেন দেব।
এরপর এই গাড়িতে করে রোড শোতে অংশ নিয়ে চন্দ্রকোনা টাউনের সুরের হাট মাঠ থেকে শুরু করে গোসাই বাজার গাছশীতলা হয়ে তিন নম্বর ঠাকুরবাড়ি বাজারে এরিয়াতে শেষ হয় রোড শো।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন