সন্তু মুখোপাধ্যায়: চন্দ্রকোণা-২ ব্লকের কমরপুর নবারুণ সংঘের উদ্যোগে রক্তদান শিবির হল। আজ ১৯ ফেব্রুয়ারি ওই রক্তদান শিবিরে ১২ জন মহিলা সহ মোট ৪৮ জন রক্তদান করেন। মেদিনীপুর ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ও কর্মীরা রক্ত সংগ্রহের জন্য এসেছিলেন।
অতিথি সাংবাদিক
আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]







