পরিচ্ছন্ন ঘরোয়া পরিবেশে ন্যায্যমূল্যের ক্যান্টিন চালু হল ঘাটাল হাসপাতালে

আকাশ দোলই: ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ভর্তি থাকা রোগীর বাড়ির লোকেদের খাবারের জন্য হাসপাতাল চৌহদ্দির বাইরে থেকে বেরোতে হবে না। এবার থেকে হাসপাতালের চত্বরেই হাসপাতালের ক্যান্টিন থেকে পেয়ে যাবেন সমস্ত ধরনের খাবার। তার জন্য বেশি মূল্যও দিতে হবে না। ন্যাহ্য মূল্যে এবং স্বাস্থ্যকর   পরিবেশে খাবার পরিবেশন করার জন্য তৈরি হয়েছে ওই ক্যান্টিন। সেজন্য আজ ৭ জানুয়ারি হাসপাতাল চত্বরে উদ্বোধন করা হল একটি  ক্যান্টিনের। সুপার স্পেশালিটি হাসপাতালের ভবনের  সামনে ওই ক্যান্টিনের উদ্বোধন করেন বিধায়ক শঙ্কর দোলই। উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার এক ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল, ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল প্রমুখ। ওই হাসপাতালের সুপার ডাক্তার সম্রাট রায়চৌধুরী বলেন, অনেকদিন ধরেই আমরা লক্ষ করেছি এই হাসপাতালের ভর্তি থাকা রোগীদের বাড়ির লোক এবং পরিজনদের খাবারের জন্য খুবই সমস্যা হয়।  রোগীকে ছেড়ে দিয়ে অনেক দূরে খাবার খেতে যেতে হত রোগীর বাড়ির লোকজনকে। সেজন্যই এই ক্যান্টিন চালু করা হল।  এই ক্যান্টিন সকাল ৫টা থেকে রাত পর্যন্ত খোলা থাকবে। পাওয়া যাবে সমস্ত ধরনের খাবার। •ভিডিও

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।