ঘাটালের বীরসিংহে বিজেপির মিছিল

নিজস্ব প্রতিনিধি: ঘাটালের বীরসিংহে বিজেপির দক্ষিণ মন্ডলের তরফে মিছিল করা হল আজ। উপস্থিত ছিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভানেত্রী হাসি হালদার, মন্ডল সভাপতি শীতল কপাট, সহ-সভাপতি হারাধন ভূঁইঞ্যা এবং বাপ্পা কারক, প্রদীপ কুমার বাগ সহ অনেকেই। মিছিল শেষে সহ-সভানেত্রী হাসি হালদার  শাসক দল ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, তৃণমূল নেত্রী ও তাঁর ভাইরা বিভিন্ন অবৈধ কাজে মদত দিচ্ছেন তাতে আসন্ন বিধানসাভা নির্বাচনে তৃণমূলের গদি আর থাকছে না।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।