আবারও চন্দ্রকোনায় নির্মল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কম্বল বিতরণ

দেবাশীষ গাঙ্গুলী: চন্দ্রকোনায় পুনরায় বৃদ্ধ-বৃদ্ধাদের কম্বল বিতরণ করল নির্মল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ৩ ডিসেম্বর রবিবার চন্দ্রকোনা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের চুঁড়িপুকুর এলাকাব ৪০ জন বৃদ্ধ-বৃদ্ধার হাতে কম্বল তুলে দেওয়া হয় ফাউন্ডেশনের তরফে। জানা গেছে কম্বল দানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সমাজকর্মী তাপস দোলই ও নির্মল খাঁ। হাড়হিম ঠান্ডায় কম্বল পেয়ে খুশি সকলেই। প্রসঙ্গত, এই ওয়েলফেয়ার ফাউন্ডেশন সারাবছরই নানান সামাজিক কাজ করে থাকেন। তাপস দোলই ও নির্মল খাঁ ছাড়াও কম্বল দানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্যরা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।