মনসারাম কর: সরকারি স্কুলে ভর্তির ক্ষত্রে উন্নয়ন ফি সহ নানান বিষয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-১ ব্লকের বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুলের বিরুদ্ধে। ছাত্র-ছাত্রী সহ অভিভাবকদের অভিযোগ, ভর্তির সময় অতিরিক্ত ফি নেওয়া ছাড়াও স্কুল কতৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে ফর্ম পূরণের জন্য সরকার নির্ধারিত টাকার বাইরে উন্নয়ন ফি বাবদ ২৫০ টাকা আদায় করছে। তাঁরা বলেন, স্কুলের কথা অনুযায়ী দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্র বা ছাত্রীকে ভর্তির সময় সব মিলিয়ে ৪৮০ টাকা এবং পরীক্ষার ফর্ম পূরণের জন্য ৬৭০ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তিতে সরকার নির্ধারিত ২৪০ টাকার পরিবর্তে নানান বিষয় যোগ করে ফি বাবদ মোট ৪১০ টাকা ধার্য করেছে স্কুল। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া ও অভিভাবকরা। তাঁরা অবিলম্বে এই বর্ধিত ফি প্রত্যাহারের দাবি তোলেন। স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ৩১ ডিসেম্বর বুধবার ছাত্র সংগঠন ডিএসও’র পক্ষ থেকে স্কুলে স্মারকলিপি দেওয়া হয়। আজ ৩১ ডিসেম্বরও স্কুলে অভিভাবকরা প্রতিবাদ জানান। স্কুলের পরিচালন সমিতির সভাপতি কাজল সামন্ত এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমরেশ মাইতি বলেন, অভিভাবকদের সাথে আলোচনা করে ফি প্রত্যাহরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অপরদিকে অভিভাবকরা হুঁশিয়ারির সুরে সাফ জানিয়েছেন ফি প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলন পথে হাঁটবেন তাঁরা।ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।
Home এই মুহূর্তে ব্রেকিং বাসুদেবপুর স্কুলে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে স্কুলে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও স্মারকলিপি