বাবলু সাঁতরা: ঘাটাল মহকুমা ও ব্লক প্রশাসনের সাথে বৈঠকের পর আন্দোলন থেকে সরে দাঁড়াল আদিবাসী সংগঠন। শিক্ষক নিয়োগ সহ একাধিক দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য রাজ্য সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচী শুরু করেছিল আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। সপ্তাহের শুরুতেই পথ অবরোধের ফলে চন্দ্রকোনা-ঘাটাল রাজ্য সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। পরে অবরোধ তুলতে তৎপর হয়ে ওঠে প্রশাসনিক মহল। ক্ষীরপাই বিডিও অফিসে ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্বদের সাথে বৈঠকে বসেন বিভিন্ন বিভাগের আধিকারিকরা। অবশেষে প্রশাসনের তরফে তাদের দাবি দ্রত পূরণের প্রতিশ্রুতি পেয়ে সংগঠনের তরফে আন্দোলন তুলে নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। এই নিয়ে ভারত জাকাত মাঝি পারগানা মহলের ঘাটাল তল্লাটের সভাপতি দেবেন্দ্রনাথ মুর্মু বলেন, তাঁদের দাবি প্রশাসন মেনে নিয়ে দ্রূত কাজ শুরুর আশ্বাস দিয়েছে, তাই পথ অবরোধ তুলে নেওয়া হচ্ছে।