এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বড় দিনের প্রাক্কালে ভবঘুরেদের কম্বল ও কেক দিল মহকুমা প্রশাসন

Published on: December 24, 2020 । 9:57 PM

তৃপ্তি পাল কর্মকার:বড় দিনের আগে ভবঘুরেদের হাতে কেক ও কম্বল তুলে দিলেন ঘাটালে মহকুমা শাসক। আজ ২৪ ডিসেম্বর রাতে ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায় নিজেই বেড়িয়ে পড়েন ঘাটাল শহরের বিভিন্ন জায়গায় থাকা ভবঘুরেদের হাতে কেক ও কম্বল তুলে দেওয়ার জন্য। ঘাটাল শহরের বিভিন্ন জায়গায় থাকা বেশ কয়েকজন ভবঘুরেদের হাতে তিনি নিজে হাতে তুলে দেন কম্বল, কেক ও জলের বোতল।
আগামী কাল বড় দিন। এই দিনটির সঙ্গে কেকের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। তাই এই বিশেষ দিনটি উপলক্ষ্যে প্রায় সাত দিন আগে থেকেই বিশ্বজুড়ে চলে কেক কেনার ধুম। কিন্তু বাদ পড়বে কেন শহরের এখানে ওখানে থাকা দুঃস্থ ভবঘুরেরা? সেজন্যই মহকুমা শাসকের এই উদ্যোগ। আর যেহেতু ভবঘুরেরা এই শীতে কেউ বা যাত্রী প্রতীক্ষালয়ে, কেউ বা বন্ধ দোকানের পাশে খোলা জায়গায় ঠাণ্ডায় রাত কাটান তাই তাঁদের জন্য একটি করে কম্বল দেওয়ারও ব্যবস্থা করেন তিনি। আজকে মহকুমা শাসকের সঙ্গে ছিলেন ডেপুটিম্যাজিস্ট্রেট দেবর্ষী নাগ, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, ঘাটাল মহকুমা বিপর্যয় মোকাবিলা আধিকারিক শিবপ্রসাদ ঘোষ প্রমুখ। মহকুমা প্রশাসনের এই মানবিক মুখ দেখে অভিভূত প্রত্যক্ষ দর্শীরা।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad