মনসারাম কর: খড়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ডঃ উত্তম মুখোপাধ্যায় মারা গেলেন। ১৪ ডিসেম্বর রাতে কলকাতার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। বীরসিংহ ভগবতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাকালীন ২০১০ সাল থেকে তৃণমূলের টিকিটে খড়ার পুরসভার চেয়ারম্যান হন তিনি। শিক্ষকতার সাথে সাথে ২০১০ থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত খড়ারের চেয়ারম্যান ও পুরপ্রশাসকের পদ তিনিই সামলেছেন। কিছুদিন আগে অসুস্থ থাকলেও সম্প্রতি তিনি সুস্থ ছিলেন এবং কলকাতার বাড়ি থেকে খড়ারের বাড়িতে ফেরার কথা তাঁর। গত রাতে তাঁর হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া খড়ারে।