এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

২৬ নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাকে বামেদের মশাল মিছিল

Published on: November 20, 2020 । 9:19 PM

বাবলু সাঁতরা: ব্যাঙ্ক, রেল, বিমা সহ একাধিক সরকারি সংস্থা বেসরকারিকরণের বিরুদ্ধে ২৬ নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বাম গণ সংগঠনগুলি. তারই সমর্থনে এবার চন্দ্রকোণায় মশাল মিছিল করলো সিপিএম। আজ ২০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা পৌরসভার গোঁসাইবাজার এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহর পরিক্রমা করে।চন্দ্রকোণা সিপিএমের উদ্যোগে এদিনের মশাল মিছিলে উপস্থিত ছিলেন একাধিক নেতা কর্মী সমর্থক।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177