মনসারাম কর: ছবির পাশে পোস্টারে লেখা ‘নিপীড়িত মানুষের আশ্রয়’, ‘যুব হৃদয়ের আবেগ যুব’, আমরা দাদার অনুগামী। রাজ্য রাজনীতিতে তুমুল জল্পনার মাঝে ১২ নভেম্বর বৃহস্পতিবার ঘাটালে আসছেন মন্ত্রী শুভেন্দু অধিকারি। সম্প্রতি হেডলাইনে থাকা এই মন্ত্রীর ঘাটালের কর্মসূচি নিয়ে তৃণমূলেরই এক শিবিরের ভ্রূ কুঁচকালেও অন্য শিবির উচ্ছসিত। তাঁরা দাদার অনুগামী। শুভেন্দু অধিকারির ঘাটালের কর্মসূচি ঘিরে তাঁর অনুগামীরা শুরু করেছেন প্রস্তুতির কাজ। একদিকে চলছে মঞ্চ তৈরি অন্যদিকে পোস্টার লাগানো। অপরদিকে দাদার অনুগামীদের এহেন ভূমিকায় ঘাটালে তৃণমূলেরই দুই শিবিরের দূরত্ব যে দিন দিন বেড়েই চলেছে তা সকলের কাছেই স্পস্ট। আগামী বিধানসভা ভোটে ঘাটালের রাজনীতিতে দাদা এবং দাদার অনুগামীদের কি ভূমিকা থাকে সেদিকেই তাকিয়ে ঘাটালবাসী। জানা গেছে ঘাটালের এই শুভেন্দু অনুগামীরাই বিধায়ক শংকর দোলইয়ের কাছে দীর্ঘদিন থেকেই ক্ষুব্ধ।