নিজস্ব সংবাদদাতা: দাসপুরে গ্রামবাসীদের উদ্যোগে পাখি শিকারি ধৃত। সেই সঙ্গে আটটি শিকার করা পাখি এবং একটি বন্দুকও আটক করা হয়। সচেতন মানুষ রুখে দাঁড়ালে সমাজের অনেক ব্যধিই যে দূর করা যায় তা আবারও প্রমাণিত হল। আজ ৮ নভেম্বর সাতসকালে দাসপুর থানার হাজরাবেড় গ্রামের এক যুবক প্রকাশ রাণা কর্মকার এবং তাঁর দুই বন্ধু হাজরাবেড়ের সৌরভ পাত্র ও রামকৃষ্ণপুরের কৃষ্ণেন্দু গোস্বামী উদ্যোগে এই পাখি শিকারীকে হাজরাবেড়ের মাঠ থেকে ধরা হয়। ধৃত এই পাখি শিকারী জানিয়েছে তার নাম শেখ সাইফুল। বাড়ি দাসপুর থানারই উদয়চকে। ধৃত যুবকের কাছ থেকে শিকার করা সাতটি বক ও একটি ঘুঘু পাখি এবং একটি বন্দুকও উদ্ধার হয়। শিকারি জানিয়েছে, পাখির মাংস খেতে খুব সুস্বাদু। তাই রবিবার পাখির মাংস খাওয়ার জন্য শিকারে বেরিয়েছিল। পাখিগুলি ধরার সঙ্গে সঙ্গে জবাই করে দেওয়া হয়েছে।
পেশায় ইন্টিরিয়র ডিজাইনার প্রকাশবাবু বরাবরই সমাজ সচেতন এবং সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন। আজ সকালে ওই গ্রামেরই এক গ্রামীণ চিকিৎসক শুভজিত পোড়ের চেম্বারে বিশেষ প্রয়োজনে গিয়েছিলেন। তখনই তিনি দেখতে পান এই যুবকটি বন্দুক দিয়ে পাখি শিকার করছেন। প্রকাশবাবু বলেন, তখন আর থেমে থাকতে পারিনি। বন্ধুদের নিয়ে যুবকটিকে আটকে রেখে বন দপ্তরে খবর দিই।
ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেষ্ট্রির রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরা প্রকাশ রাণা কর্মকার এবং তাঁর দুই বন্ধু সৌরভ পাত্র ও কৃষ্ণেন্দু গোস্বামীর এই ভূমিকার উচ্চ প্রশংসা করেছেন। তিনি বলেন, প্রকাশবাবুদের মতো প্রত্যেক গ্রামেই যদি অন্তত এক জন করে যুবক থাকেন তাহলে পাখি শিকার পুরোপুরি বন্ধ হয়ে যেত। শিকারীরা ভয়ে আর শিকার করতে বেরোতেন না।
বনদপ্তরের ওয়াইল্ড রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ ঘটনাস্থলে গিয়ে শিকার করা পাখি, বন্দুক এবং যুবকটিকে নিয়ে চলে যায়। বিশ্বনাথবাবু বলেন, আমরা এই যুবকের বিরুদ্ধে দাসপুর থানায় এফআইআর করব।
প্রসঙ্গত, ঘাটাল মহকুমায় সারা বছরই দুষ্কৃতীরা বিভিন্নভাবে পাখি শিকার করে। কখন জাল পেতে, বন্দুক দিয়ে, ফাঁদ পেতে। এর ফলে প্রত্যেক দিন কয়েকশ পাখি মারা যায়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বনদপ্তরের সঙ্গে ধারাবাহিক প্রচার করেও কোনও ফল পাওয়া যায়নি। রেঞ্জার বলেন, এলাকার মানুষ এভাবে সচেতন না হলে এই পাখি শিকার বন্ধ হওয়া সম্ভব নয়।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।