মনসারাম কর: ঘাটালে ‘দাদা’ আসছেন। দাদা মানে, ‘আমরা দাদার অনুগামী’— সেই অনুগামীদের দাদা শুভেন্দু অধিকারী। আগামী ১১ নভেম্বর বিকেলে ঘাটাল শহরের বিজয়া সম্মিলনী করার জন্য তিনি আসবেন বলে জানা গিয়েছেন। তৃণমূল নেত তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অধ্যক্ষ তপন দত্ত জানিয়েছেন, শুভেন্দুবাবু কথা দিয়েছেন ঘাটালে বিজয়া সম্মিলনী করতে আসবেন। সেজন্য আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি।
কিন্তু সত্যিই কি এটা বিজয়া সম্মিলনী? নাকি এটা অন্য কিছুর মহড়া? শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য জুড়ে যে জল্পনা চলছে সেটা নতুন করে কারোর জানতে বাকি নেই। তা থেকেই পরিষ্কার বিজয়া সম্মিলনীতে যোগদান করবেন শুভেন্দু অধিকারীর একান্ত ভক্তরা। আরও সোজা করে বললে দাঁড়ায়, যাঁরা তৃণমূলের রাজ্য নেতৃত্বের বর্তমান নীতিতে বীতশ্রদ্ধ তাঁরাই এই সম্মিলনীতে যোগ দেবেন। এবং শুভেন্দুকে সোজাসুজি জানিয়ে দেবেন, তাঁরা দলের মূল স্রোতকে উপেক্ষা করে শুভেন্দু অধিকারীর সঙ্গেই থাকবেন। তাই রাজনৈতিক মহল মনে করছে, এই সম্মিলনীর বিশেষ তাৎপর্য রয়েছে। ঘাটাল মহকুমার কোন কোন নেতা-নেত্রী এই সম্মিলনীতে যোগদান করতে আসবেন সেটা দেখার জন্যই অনেকেই প্রতীক্ষায় রয়েছেন। •এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।