এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

চন্দ্রকোণায় সত্যিই কি ‘ডাইনি’ অপবাদ দেওয়া হয়েছে ,না কি পেছনে অন্য কোনও কারণ রয়েছে?

Published on: November 1, 2020 । 7:31 PM

অসীম বেরা: চন্দ্রকোণার মল্লেশ্বরপুরের তিন আদিবাসী মহিলাকে কি সত্যিই ডাইনি সন্দেহ করে নির্যাতন করা হচ্ছে? নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে? ওই মহিলাদের প্রতিবেশীরা কী বলছেন? পাড়ার অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের প্রতিক্রিয়াই বা কী বললেন? —এই সব জানতে ঘটনাস্থলে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি অসীম বেরা।  তিনি কী তদন্ত করলেন তা জানতে হলে এই ভিডিওটিতে ক্লিক করতে দেখতে পারেন।
প্রসঙ্গত, ওই পাড়ার  তিন মহিলাকে ডাইনি বলে সন্দেহ করা হচ্ছে বলে অভিযোগ। এদের নাম লালি হেমব্রম, লক্ষ্মী হেমব্রম এবং মামণি হেমব্রম। লক্ষ্মী হেমব্রত শাশুড়ি এবং বাকি দু’জন তাঁর বউমা। লক্ষ্মীদেবীর বলেন, আমাদের পাড়ার কোনও কিছু সমস্যা হলেই আমাদের তিন জনকে ডাইনি অপবাদ দিয়ে নানা ধরনের অত্যাচার করা হচ্ছে। প্রতিদিনই নানা অজুহাতে মারধর করা হচ্ছে। বার বার পাড়ায় মিটিং করে গ্রামছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে। সেজন্যই আমরা থানায় অভিযোগ করেছি। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now