শ্রীকান্ত ভুঁইঞা ও ইন্দ্রজিৎ মিশ্র: দিন দিন প্রতারণার নতুন জাল বিছাচ্ছে প্রতারকরা। প্রতারকরা বেছে নিচ্ছে সাধাসিধে সাধারণ মানুষকে। যাদের বর্তমান সমাজের জটিলতা সম্পর্কে ধারণা নেই। এমনই প্রতারণার ঘটনা ঘটেছে দাসপুর থানার জোতঘনশ্যামে। এক প্রৌঢ়ার লক্ষাধিক টাকার সোনার গয়না প্রতারণার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, আজ ২৭ অক্টোবর সকালে জোতঘনশ্যাম দক্ষিণ পাড়ার বাসিন্দা উমা বেরা নামে এই প্রৌঢ়ার কোমরের যন্ত্রণার চিকিৎসা করতে গিয়ে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দিয়েছে এক দুষ্কৃতী। যদিও এবিষয়ে দাসপুর থানায় এখনও লিখিত অভিযোগ হয়নি। দাসপুর থানার পুলিস জানিয়েছে, তাদের কাছে লিখিত অভিযোগ এলে তারা ঘটনার তদন্ত শুরু করবে। •সম্পূর্ণ ভিডিও
এদিন সকালে প্রৌঢ়া একাই বাড়িতে ছিলেন। বাকি সদস্যেরা বাড়ির বাইরে কাজে বেরিয়েছিলেন। উমাদেবী বলেন, সকাল ৯ টা নাগাদ হঠাতই এক অপরিচিত যুবক বাইকে করে আমার বাড়ির সামনে এসে দাঁড়ান। তিনি কোমরের যন্ত্রনার চিকিৎসা করে দেবেন বলে গয়না খুলতে বলেন। তারপর রীতিমতো হাতসাফাই করে সেই গয়না নিয়ে চম্পট দেয় প্রতারকরা।
এই ধরনের ঘটনা এলাকায় এর আগে কখনও ঘটেনি। তাই সাত সকালে এমন ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দারাও উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন।