এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

করোনা সংক্রমিত হয়ে মারা গেলেন ঘাটালের শিক্ষক

Published on: October 25, 2020 । 8:45 PM

নিজস্ব সংবাদদাতা: করোনা সংক্রমিত হয়ে মারা গেলেন ঘাটাল থানার গোপমহলের বাসিন্দা এক অবসরপ্রাপ্ত শিক্ষক। ওই শিক্ষকের নাম চিত্তরঞ্জন কর্মকার(৬৩)। তিনি পাশের গ্রাম মনোহরপুর মার্কস মূত্যু শতবার্ষিকী হাইস্কুলের শিক্ষক ছিলেন। কয়েক দিন আগে কিছু উপসর্গ নিয়ে তিনি প্রথমে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে শালবনীতে পাঠানো হয়। আজ ২৫ অক্টোবর তিনি শালবনী হাসপাতালে মারা যান বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে।
চিত্তবাবুর পরিবারে আরও দু’জন অসুস্থ হয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। চিত্তবাবু এবং তাঁর পরিবারের সদস্যরা যখন প্রাথমিক ভাবে অসুস্থ হয়েছিলেন তখন ওই এলাকারই এক গ্রামীণ চিকিৎসক তাঁদের চিকিৎসা করছিলেন। কোনও সতর্কতা না নিয়েই একই সঙ্গে  ওই চিকিৎসক  এলাকার বহু রোগীরও চিকিৎসা চালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। তাই স্থানীয় বাসিন্দারা খুবই আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁরা অবিলম্বে ওই চিকিৎসকের হোম কোয়ারেন্টটাইনে থাকার দাবি তুলেছেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad