অসীম বেরা:আধার কার্ডে নাম নথিভুক্ত করতে টাকা নেওয়ার অভিযোগে পাঁচ জনকে আটক করল চন্দ্রকোণা থানার পুলিশ। অভিযোগ, কোনও রকম অনুমতি না নিয়েই চন্দ্রকোণা শহরের১ নম্বর ওয়ার্ড ইলামবাজারে কয়েক জন মিলে একটি সেন্টার খুলে সেখানে নতুন আধারকার্ড তৈরি, আধার কার্ডের ভুল সংশোধন, মোবাইল নম্বর আপডেট করার কাজ চালাচ্ছিলেন। এই খবরের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন। যেহেতু নতুন আধার কার্ড তৈরি করা, আধার কার্ডে ভুল সংশোধন করা বা মোবাইল নম্বর আপডেট করার জন্য কোনও টাকা নেওয়ার নিয়ম নেই তাই ওই অভিযোগ পেয়ে চন্দ্রকোণা থানার পুলিশ আজ ১৭ অক্টোবর শনিবার ওই আধার কেন্দ্রে অভিযান চালায়। সেখান থেকে পাঁচ জনকে আটক করে নিয়ে থানায়নিয়ে যায়। পুলিশ জানিয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।