তৃপ্তি পাল কর্মকার: পুরোহিতরা ভাতা পেলে নাপিতরা পাবেন না কেন? হিন্দুদের সমস্ত সামাজিক অনুষ্ঠানেই নাপিত ও পুরোহিত ওতোপ্রোতভাবে জড়িত। তাই নাপিত তথা ক্ষৌরকারদের মর্যাদা ও মাসিক ভাতার দাবিতে ঘাটাল মহকুমার ক্ষৌরকাররা জোট বাঁধলেন। আজ ১৫ অক্টোবর তাঁরা দাসপুর নিম্বার্ক মঠে একটি জনসভারও আয়োজন করেন। সেখানে তাঁরা ওই দাবি নিয়ে ধারাবাহিক আন্দোলন করার সিদ্ধান্ত নেন। আজকের ক্ষৌরকারদের ওই জনসভায় বক্তব্য রাখেন বিশিষ্টি আইনজীবী দীনেশ দাস, নিম্বার্ক মঠের অধ্যক্ষ ডক্টর সুবাস (সুভাষ নয়) ত্রিপাঠি প্রমুখ। আজকের ওই জনসভায় ক্ষৌরকারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
•জনসভার ভিডিও দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।